দেশের খাল-বিলে নাব্য কমে যাওয়ায় বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে : ড. এ কে আব্দুল মোমেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দেশের খাল-বিলে নাব্য কমে যাওয়ায় বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সকালে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যার পরও ভালো অবস্থানে বাংলাদেশ। জাতিসংঘ কিংবা অন্যরা নয় কিছু সংস্থা বা পার্টনাররা সরকারকে টাকা দেয়। ফলে যথাযথ মানুষের কাছে পৌঁছে কিনা- তা মনিটরিং করা দু:সাধ্য হয়ে পড়ে। দেশে জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের মাধ্যমে ত্রাণ সহায়তা দেয়ায় দুর্নীতি হচ্ছে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী





















