জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
শিনজো আবের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা। শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর- নারাতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় গুলি করে হত্যা করা হয় আবেকে। গ্রেপ্তারের পর হত্যাকারী গুলির কথা স্বীকার করে আবের ওপর অসন্তুষ্টি থেকে এ কাজ করেছে বলে জানায়। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা এ আক্রমণকে ‘গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ’ এবং মতপ্রকাশের স্বাধীনতার দমন বলে উল্লেখ করেছেন। জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বিরল। কেননা, দেশটিতে হ্যান্ডগান নিষিদ্ধ। জাপানের সবচে’ দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে।





















