ঈদের আগের দিনেও পরিবহন সংকটে ভোগান্তি নগরবাসীর

- আপডেট সময় : ০২:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দুর্ভোগ সঙ্গী করেই বাড়ি ফিরছেন অনেকে। যান সংকটে ঈদের আগের দিনেও ভোগান্তি মাথায় নিয়েই ঢাকা ছাড়ছেন নগরবাসী। সড়ক-মহাসড়কে গাড়ির ধীরগতি রয়েছে।
স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পথের শত ভোগান্তি তুচ্ছ করেই গন্তব্যে ছুটছেন হাজারো মানুষ।
এদিকে, সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া এবং সিরাজগঞ্জ প্রান্তে গাড়ি পার হতে না পারায় টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মোটর সাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ী ফিরছেন অনেকে। নারী ও শিশুরা পড়েছে চরম বিপাকে। গন্তব্যে যেতে সময় লাগছে দুই থেকে তিনগুণ বেশি। গুরুত্বপূর্ণ স্থানে যত্রতত্র যাত্রী উঠানামা এবং ওভারটেকের জন্যও বিশৃংখলা তৈরী হচ্ছে। এতে গাড়ির ধীরগতি ও সাময়িক যানজট দেখা দেয়। যানজট মোকাবেলায় ৬শ’ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে।
ঈদ যাত্রায় যানবাহনের চাপ নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক ও পদ্মা সেতুর টোল প্লাজায়।