ঈদযাত্রায় সড়কপথে ঘরমুখো মানুষের ঢল
																
								
							
                                - আপডেট সময় : ০৪:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
 - / ১৬৫৪ বার পড়া হয়েছে
 
প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ছুটছে গন্তব্যে। স্বপ্নের পদ্মা সেতু হয়ে বাড়ী ফেরা মানুষ পড়েছেন দীর্ঘ যানজটে। মহাসড়কে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে পার হতে হচ্ছে পদ্মা সেতু। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনসহ পশুবাহী গাড়ির ধীরগতি। তবে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে নেই যানবাহনের চাপ।
পদ্ম সেতু দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রথম ঈদযাত্রা এবার। তবে সেতু পার হতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। মাওয়া প্রান্তের টোলপ্লাজা এলাকায় ভোর থেকেই যানবাহনে দীর্ঘ সারি দেখা যায়। প্রচন্ড গরমে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।
এদিকে পথে পথে নানা বিড়ম্বনা ও ৮০ টাকার ভাড়া ৩’শ থেকে ৪’শ টাকা দিয়ে শিমুলিয়া ঘাটে আসতে দেখা গেছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়ার আদায়ের ক্ষেত্রে প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী।
কোন ভোগান্তি ছাড়াই নির্বিগ্নে নৌপথে হয়ে গন্তব্যে ফিরছে যাত্রীরা। যাত্রী পারাপারে ৮০টি লঞ্চ ও ১৫০টি স্পিডবোট প্রস্তুত রাখার কথা জানান বিআইডব্লিউটিএ’র এই কর্মকর্তা।
যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে। সকাল থেকে ঢাকা, সাভার, আশুলিয়া, গাজীপুর থেকে যাত্রীরা লোকাল গাড়িতে ঘাট এলাকায় পৌঁছালে ভিড় জমে যায়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েছেন ঘরমুখী মানুষ। সকাল থেকে গাড়ীর সারি আরও দীর্ঘ হতে থাকে। সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর বলে জানিয়েছে প্রশাসন।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগে বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কের অন্তত তিন স্পটে ভোর থেকেই ধীরগতিতে চলছে যানবাহন। পরিবারের সাথে ঈদ করতে যান সংকটে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপভ্যানেও বাড়ি ফিরছে মানুষ।
এদিকে, ঈদ করতে এবার বন্দর নগরী ছেড়ে যাবে অন্তত ২০ লাখ মানুষ। গত কয়েকদিন ধরেই রেল স্টেশন ও বাস কাউন্টারগুলোতে ছিল ঘরমুখো মানুষের ভিড়। সকাল থেকে স্টেশনে যাত্রীর চাপ ছিল সবচেয়ে বেশি । নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন।
																			
																		
















