কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলার ছয় বছর আজ
- আপডেট সময় : ০১:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলার ছয় বছর আজ।
২০১৬ সালের ৭ জুলাই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতির সময় পুলিশের নিরাপত্তা চৌকিতে জঙ্গিরা হামলা চালায়। হামলায় দুই পুলিশ সদস্য, এক গৃহবধূ, দুই জঙ্গিসহ নিহত হয় ৫ জন। এখনও আতংক কাটেনি এলাকাবাসীর। এখনো শোকাহত নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। ভয়াবহ এ জঙ্গি হামলা মামলার বিচার কার্যক্রম থমকে আছে আইনি জটিলতায়।
২০১৬ সালে এই দিনে ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহে নামাজ শুরুর আগমুহূর্তে জঙ্গিদের গুলি আর বোমায় কেঁপে উঠে চারপাশ। পুলিশের সাথে শুরু হয় জঙ্গিদের বন্দুকযুদ্ধ। আতংক ছড়িয়ে পড়ে চারদিকে।
ঈদগাহের অদূরে, মুফতি মুহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গিদের অতর্কিত হামলায় নিহত হন পুলিশ দুই সদস্য। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি। আজও সেই দু:সহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় এলাকাবাসীকে।
ঘটনার সময় নিজের ঘরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা ভৌমিক। এখনও শোকে কাতর তার স্বজনেরা।
জঙ্গি হামলায় নিহত ও আহত পরিবারকে পূণর্বাসনসহ বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা উল্লেখ করে এ মামলায় জঙ্গিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তার।
তবে দেশের অন্য মামলায় এসব জঙ্গিদের মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে, ফলে নিরাপত্তাজনিত কারণে তাদের আদালতে হাজির করা যাচ্ছে না। প্রতি তারিখে সাক্ষীরা উপস্থিত থাকলেও থমকে আছে মামলার বিচার কার্যক্রম
শোলাকিয়া হামলার ঘটনায় ওই বছরের ১০ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়। এ মামলায় বর্তমানে কারাগারে আছে জেএমবি সদস্য বড় মিজান, অনোয়ার হোসেন, সোহেল মাহমুদ, রাজীব গান্ধী, মোহাম্মদ আনোয়ার হোসেন ও জাহিদুল হক তানিম।
এদিকে…দিনটি স্মরণে এবারও নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা পুলিশ।
সকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে ঘটনাস্থলের অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করার পর বিশেষ মোনাজাত করা হয়। পরে, নিহত গৃহবধূ ঝর্ণা রানীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর তার স্মরণে স্থানীয় একটি সড়কের নামফলক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, পৌর মেয়র মাহমুদ পারভেজসহ অন্যান্যরা।





















