জমে উঠেছে ভোলা ও নেত্রকোনায় পশুর হাট
- আপডেট সময় : ০১:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
কোরবানী ঈদকে সামনে রেখে জমে উঠেছে ভোলা ও নেত্রকোনায় পশুর হাট। প্রতিদিন হাজার হাজার গরু-ছাগল নিয়ে খামারিরা ভিড় করছেন হাটে। বিক্রেতারা বলছেন, এবছর মোটাতাজাকরণে অতিরিক্ত খরচ হওয়ায় পশুর দাম বেশি। চড়া দামের কারণে গরু-ছাগল কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
নেত্রকোণা জেলার স্থায়ী ও অস্থায়ী ছোট বড় প্রায় ৯৫ টি পশুর হাট বসেছে। পশুর হাটে হাজার হাজার গরু, ছাগল, মহিষ বিক্রির জন্য নিয়ে আসছেন বিক্রেতারা। ক্রেতারা জানান, পশুর হাটে বিক্রেতারা গরু-ছাগলের দাম অধিক চাওয়ায় সামর্থ অনুযায়ী কিনতে পারছেন তারা। তবে আগামীতে হাটে দাম কম হওয়ায়র আশায় রয়েছেন তারা।
আর বিক্রেতারা জানান, গত বছরের চেয়ে এ বছর দেশীয় পদ্ধতিতে গবাদিপশু মোটা-তাঁজা করায় গো-খাদ্যের দাম দ্বিগুণ গুনতে হয়েছে। তাই কোরবানীর হাটে পশুর দাম একটু বেশি।
এদিকে, কোরবানীর ঈদকে সামনে রেখে ভোলায় প্রায় আড়াই হাজার খামারী তাদের পশু মোটা-তাঁজা করণ শেষে বিক্রির জন্য হাটে নিয়ে আসছেন। কোরবানীর পশুর হাটগুলোতেও প্রাণিসম্পদ বিভাগের ২১টি মেডিকেল টিম কাজ করছে।
জেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালনা ৭ উপজেলায় ৮টি অনলাইন পেইজের মাধ্যমে গবাদিপশু কেনা-বেচার ব্যবস্থা করা হচ্ছে।





















