এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী
																
								
							
                                - আপডেট সময় : ০৯:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
 - / ১৬১৫ বার পড়া হয়েছে
 
বন্যার কারণে স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি। মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে নতুন বই দেয়া হবে। প্রস্তুতির জন্য অন্তত দুই সপ্তাহ পর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। দেশে করোনার সংক্রমণ বাড়লেও আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চিন্তাভাবনা নেই বলেও জানান ডা. দিপুমনি।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজের এমপিও ভূক্তির অনুমোদনের কথা জানাতে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন।
এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি জানান, মোট ২ হাজার ৭১৬টি প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির অনুমোদন দেয়া হয়েছে। বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার বিষয়েও কথা বলেন তিনি।
করোনা সংক্রমণ বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
সম্প্রতি শিক্ষকদের ওপর লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ জানান ডা. দীপুমনি।
সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় গত ১৭ জুন এসএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে শিক্ষমন্ত্রণালয়।
																			
																		














