রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় সব ক্ষেত্রে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে : ড. শিরিন শারমীন চৌধুরী
- আপডেট সময় : ০৮:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় সব ক্ষেত্রে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে ৪২ বিলিয়ন ডলার। রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ’র নতুন লোগ উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
টেকসই শিল্প নির্মাণের প্রত্যয় নিয়ে নতুন লোগো উন্মোচন করলো পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। নতুন এই লোগোতে ৯টি অগ্রাধিকার-সম্পন্ন বিষয় প্রকাশ করা হয়েছে। এ ৯টি বৃত্তের প্রতিটিই অর্থবহ এবং তুলে ধরবে বাংলাদেশের অতীত ও বর্তমান ইতিহাস, এমটাই জানান বিজিএমইএর সভাপতি।
অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, দেশের রপ্তানি খাত আগের এখন চেয়ে অনেক বেশী গতিশীল।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী বলেন, বাংলাদেশ সকল ক্ষেত্রে সক্ষমতার প্রমান দিয়েছে। এর বড় প্রমাণ পদ্মাসেতু। তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
পোশাক শিল্পের রপ্তানিকে টেকশই করতে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর আহবানও জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।





















