ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে ভীড় বাড়তে শুরু করেছে ঘরমুখো যাত্রীদের
- আপডেট সময় : ০৩:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে ভীড় বাড়তে শুরু করেছে ঘরমুখো যাত্রীদের। পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একটু আগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন তারা। তবে, প্রতিবারের মতো এবারও নির্ধারিত টিকিট ও সময়মতো বাস পাওয়া নিয়ে নানা বিড়ম্বনার কথা জানান যাত্রীরা। বাস কাউন্টার ম্যানেজাররা জানান, বিভিন্ন স্থানে রাস্তার সংস্কার কাজ চলায় এবং গরুর হাট বসায় যানজট সৃষ্টি হচ্ছে।
ঈদকে সামনে রেখে নাড়ীর টানে বাড়ী ফিরতে রাজধানী ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ।
সকাল থেকে রাজধানীর মহাখালী বাসটার্মিনালে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ঈদের আনন্দটুকু গ্রামে থাকা স্বজনদের সাথে ভাগাভাগি করে নিতে, পরিবার-পরিজন নিয়ে একটু আগেভাগেই নির্বিঘ্নে বাড়ী যেতে বিভিন্ন বাস টার্মিনালে ভীড় জমান তারা।
যাত্রীরা বলছেন, সঠিক সময়ে গাড়ী ছাড়ার কথা থাকলেও বিড়ম্বনার স্বীকার হচ্ছেন তারা।
কাউন্টার ম্যানেজাররা বলছেন, আজ থেকে যাত্রীর চাপ বেড়েছে।
তবে বিভিন্ন স্থানে রাস্তার সংস্কার কাজ চলায় ও গরুর হাট বসায় যানজট রয়েছে।
এবারের ঈদ যাত্রায় পদ্মাসেতু বাড়তি মাত্রা যোগ করেছে।
ফেরির ভোগান্তি না থাকায় দক্ষিণাঞ্চলের মানুষ কিছুটা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন, এমনটা প্রত্যাশা তাদের।