প্রয়াত মুকুল বোসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আ’লীগের কেন্দ্রীয় নেতারা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রয়াত মুকুল বোসের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
এ সময় ওবায়দুল কাদের বলেন, মুকুল বোস ৭৫ পরবর্তী দু:সময়ে আন্দোলনে অগ্রণী ভুমিকা রেখেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদসহ অনেকে। আওয়ামী লীগের পর কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্য সহযোগী সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে। এই বীর মুক্তিযোদ্ধা নেতাকে গার্ড অব অনার জানায় পুলিশের এক চৌকস দল। শনিবার ভোরে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুকুল বোস। গতকাল বিকেলে তার মরদেহ দেশে আনা হয়।