ছাটাই না করার দাবিতে রেলওয়ে আউটসোর্সিং কর্মীদের টঙ্গী রেলস্টেশনে বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৯৯৯ বার পড়া হয়েছে
ছাটাই না করার দাবিতে রেলওয়ে আউটসোর্সিং কর্মীরা টঙ্গী রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ বিক্ষোভ করেছে শ্রমিকরা।
সকাল ১১টা থেকে শুরু হওয়া কর্সূচি চলে প্রায় দেড় ঘণ্টা। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। এতে ঢাকা-জয়দেবপুর রুটে সকল ট্রেন আটকে যায়। আটকা পড়া ট্রেনগুলো হল, ঢাকাগামী ঢাকা কমিউটার জয়দেবপুর, ঢাকাগামী ব্রহ্মপুত্র জয়দেবপুর, জামালপুর এক্সপ্রেস টংগি, বিবাড়িয়াগামি তিতাস বিমানবন্দর আউটার, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দর, তারাকান্দিগামী অগ্নিবীণা তেজগাঁও, পঞ্চগড়গামী একতা ক্যান্টনমেন্ট, জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর, ঢাকাগামী হাওড় মশাখালী থ্রু পাস, ঢাকাগামী সুবর্ণ পুবাইল, ঢাকাগামী ভাওয়াল ধীরাশ্রম, ঢাকাগামী বনলতা ধীরাশ্রম আউটারে। পরে ১২টা ৪০ মিনিটে টঙ্গীতে লাইন ক্লিয়ার হলে টঙ্গী থেকে জামালপুর কমিউটার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।










