মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেডের কার্টন কারখানায় লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৭টা ৪০ মিনিটে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন। আহতের পরিচয় জানা যায়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানায়, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনও বলা যাচ্ছে না। তদন্তের পর জানা যাবে। ফায়ার সার্ভিসের সোনারগাঁ, ডেমরা, গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ৯ ইউনিট ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ষ্টেশনের ব্যবস্থাপনায় আরও ৫ ইউনিটসহ মোট ১৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।