নির্বাচন কমিশনের সঙ্গে ১৪ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের বৈঠক

- আপডেট সময় : ১০:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
অংশগ্রহণমূলক নির্বাচন চায় অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওইসিডি। নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে আনার পরামর্শও দিয়েছে তারা। জবাবে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বিকেলে নির্বাচন কমিশন ভবনে বাংলাদেশে নিযুক্ত ওইসিডিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেন।
এতে উঠে আসে আগামী নির্বাচনকে সমনে রেখে কমিশনের প্রস্তুতিসহ অন্যান্য বিষয়।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। জানান আগামীতে বাংলাদেশে স্বচ্ছ অংশগ্রহনমূলক নির্বাচন দেখতে চায় ওইসিডিভুক্ত দেশগুলো।
পরে সিইসি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল বলেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের প্রক্ষেপ নেয়া হচ্ছে।
আন্তর্জাতিক মহলের কি ধরনের সহযোগীতা প্রয়োজন তা পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে বলে জানান সিইসি ।
বৈঠকে নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।