চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা গেছেন খুলনায় দুর্বৃত্তের হামলায় আহত কলেজ শিক্ষার্থী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা গেছেন খুলনায় দুর্বৃত্তের হামলায় আহত কলেজ শিক্ষার্থী সৈয়দ তাহমিদুন্নবী।
তিনি নগরীর রায়ের মহল কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, গতকাল দুপুরে কাঠ মিস্ত্রি পলাশ তাকে বাসা থেকে ডেকে নিয়ে সহযোগীদের সহায়তায় এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে।
আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে তাহমিদুন্নবীকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। দৌলতপুর থানার অফিসার জানান, জড়িত সন্দেহে পিয়াল নামের একজনকে আটক করা হয়েছে।