প্রথমবার সুমুদ্রপথে আটলান্টিক পাড়ি দিয়ে বেশ ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয় টিম টাইগাররা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
সেন্ট লুসিয়া থেকে টি-টুয়েন্টি সিরিজ খেলতে ডোমিনিকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
প্রথমবার সুমুদ্রপথে আটলান্টিক পাড়ি দিয়ে বেশ ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয় টিম টাইগাররা।
সেন্ট লুসিয়া টু ডোমিনিকা, ভায়া মার্টিনেক। উত্তাল আটলান্টিক যাত্রা শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ডোমিনিকায় পৌঁছায় বাংলাদেশ দল।
পাঁচ ঘণ্টার এই যাত্রায় পাড়ি দিয়েছেন ১৭৩ কিলোমিটার পথ। সমুদ্রের হিসাব ধরলে ৭৭ নটিক্যাল মাইল। টাইগারদের বহনকারী পার্লে এক্সপ্রেস যখন মাঝ আটলান্টিকায় তখনই ৬–৭ ফুট উচ্চতার ঢেউয়ে ভয় পেয়ে যান টাইগাররা। অনেক ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েন, কেউ কেউ বমিও করেন। ক্রিকেটারদের মনে ভয় ঢুকতে থাকে। একের পর এক বিশালাকার ঢেউ দেখে আতঙ্কিত হয়ে পড়েন দলের অনেক সদস্যরা।

























