ভারত বাঁধ খুলে দেয়ায় দেশে বন্যা, সরকারের পক্ষ থেকে নেই কোনো প্রতিবাদ : বিএনপির নেতাবর্গ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ভারত বাঁধ খুলে দেয়ার বন্যার পানিতে ভাসছে সিলেটসহ উত্তর পূর্বাঞ্চল।
নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হচ্ছে না।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন বিএনপির নেতারা।
নেতারা বলেন, পরিত্যক্ত ভবনে খালেদা জিয়াকের কারাবন্দী রেখে সরকার ইচ্ছে করেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধেও অসংখ্য মামলা দিয়ে সরকার মানসিক চাপ সৃষ্টি করায় তিনি অসুস্থ হয়ে পড়ছেন। সিলেট সুনামগঞ্জে বন্যার্তদের পর্যাপ্ত সহায়তা না দিয়ে পদ্মা সেতুর উল্লাসে মেতেছে আওয়ামী লীগ।