রাজধানীর দুই সিটি করপোরেশনের অধীনে এবার ২১টি স্থানে বসবে অস্থায়ী পশুর হাট

- আপডেট সময় : ০৮:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশনের অধীনে এবার ২১টি স্থানে বসবে অস্থায়ী পশুর হাট। তাই পশুর হাটগুলো প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। মূল মঞ্চ, প্যান্ডেল, তোরণসহ মাঠের মধ্যে চলছে বাশের খুঁটি বসানোর কাজ। পুরোদমে কাজের গতিই বলছে, এবার নির্ধারিত সময়ের অনেক আগেই হাটের কাজ সম্পন্ন করতে চান ইজারাদাররা।
সপ্তাহ দেড়েক পরেই পবিত্র ঈদুল আযহা। নিয়মিত হাটের পাশাপাশি অস্থায়ী হাট বসানোর প্রস্তুতি চলছে সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানগুলোতে। মূল মঞ্চ, প্যান্ডেল, তোরণসহ হাটের প্রস্তুতিতে ব্যস্ত সময় শ্রমিকদের।
তপ্ত রোদ এবং বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকদের এই ব্যস্ততাই বলে দেয় পুরোদমে হাটের প্রস্তুতি নিচ্ছেন ইজারাদাররা।
এরই মাঝে অনেকেই আবার কোরবানীর পশু কিনতে হাটে আসতে শুরু করেছেন। আর এক্ষেত্রে ক্রেতাদের প্রথম পছন্দ গাবতলীর পশুর হাট। প্রতিবছর এ হাট থেকে সবচেয়ে বেশী পশু কেনে রাজধানীবাসী।
ঈদুল আযহা নিয়ে নিজেদের প্রস্তুতির কথাও জানান ইজারাদাররা।
সিটি কর্পোরেশনের তথ্য বলছে, উত্তর সিটিতে ১০টি এবং দক্ষিণে বসবে ১১টি পশুর হাট। তবে এবার সবগুলো হাটে ডিজিটালী লেনদেনের ব্যবস্থা করায় স্বস্তি পাবে খামারিরা, এমনটাই মনে করেছেন ইজারাদাররা।