আশুলিয়ায় শিক্ষক হত্যা : অভিযুক্ত শিক্ষার্থী ‘জিতু’ এখনও গ্রেফতার হয়নি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় শিক্ষককে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র ‘জিতু’র বাবা মোহাম্মদ উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীকে এখনও গ্রেফতার করা যায়নি।
পুলিশ জানায়, উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে সকালে গ্রেফতার করা হয়। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। ছেলে জিতুকে পালাতে সহায়তার জন্য বাবা উজ্জ্বল হোসেনকে আটক করা হয়। গেলো শনিবার দুপুরে হাজী ইউনুস আলী কলেজে মেয়েদের ক্রিকেট খেলার সময় পেছন থেকে শিক্ষক উৎপলকে কাঠের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে জিতু নামের এক ছাত্র। পরে হাসপাতালে নিলে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।