মালদ্বীপে ‘ফার্স্ট ইকোনমিক ডিপ্লোম্যাসি উইক-২০২২’ পালন করা হয়েছে

- আপডেট সময় : ১২:৪৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ‘ফার্স্ট ইকোনমিক ডিপ্লোম্যাসি উইক-২০২২’ পালন করা হয়েছে
গেল সোমবার রাজধানী মালের স্থানীয় একটি হলরুমে এই উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্য,
ওষুধ সামগ্রীসহ বাংলাদেশি প্রায় ৩৫০টি পণ্য প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহামেদ ইয়াদ হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপর্যায়ের ব্যবসায়ী ও বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরা।
এছাড়া উপস্থিত ছিলেন মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, ডক্টরস প্রতিনিধিসহ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সুবিধা সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে বাংলাদেশ থেকে আমদানি করা ওষুধ, অ্যাগ্রোফুড, হিমায়িত পণ্য ইত্যাদি প্রদর্শন করা হয়।