৪১৯ যাত্রী নিয়ে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইটের যাত্রা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সিলেট থেকে আজ ৪১৯ জন যাত্রী নিয়ে যাত্রা করেছে এ বছরের প্রথম হজ ফ্লাইট।
বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
সকাল সোয়া ১০টায় থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে বিমানটি ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের স্টেশন ম্যানাজার আব্দুস সাত্তার। তিনি জানান, আগামী ৩০ জুন হজের দ্বিতীয় ফ্লাইট যাবে। বাংলাদেশ থেকে এবার হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় গত ৫ জুন। সেদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন।