আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে ইপিজেড-আশুলিয়া-টঙ্গী সড়কে বিক্ষোভ করে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ এবং স্থানীয় অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে নিহত ওই শিক্ষকের সহকর্মীসহ শিক্ষার্থীরা দ্রুত ঘাতক ছাত্র আশরাফুল ইসলাম জিতুকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। শিক্ষার্থীরা কিশোর গ্যাংমুক্ত এলাকার দাবিসহ মোট ৬ দফা দাবি করেন। তাদের দাবি বাস্তবায়িত না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। মানববন্ধন থেকে শিক্ষকরা নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। গেল শনিবার দশম শ্রেণীর ছাত্র জিতু ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শিক্ষকের মাথায় আঘাত করে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।