পদ্মা সেতু চালু হওয়ায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা

- আপডেট সময় : ০৭:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
পদ্মা সেতু চালু হওয়ায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে মুক্তিযুদ্ধের চেতনা সাংবাদিক ফোরাম। পদ্মা সেতু উদ্বোধন করায় সরকারের ভূয়সী প্রশংসা করেন সাংবাদিক নেতারা। তারা বলেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন পৃথিবীর বুকে একটি মাইলফলক।
পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরাম নামের একটি সংগঠন। যোগ দেন বিভিন্ন সংগঠনের অসংখ্য সাংবাদিক ও নেতারা।
আনন্দ শোভাযাত্রা প্রেসক্লাব থেকে বের হয়ে সচিবালয়ের সামনে দিয়ে জিপিও’র মোড় ঘুরে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এ সময়ে সাংবাদিক নেতারা পদ্মা সেতুসহ নানা উন্নয়ন কর্মকান্ডের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
ভৌগোলিক ও কুটনৈতিক নানা সমস্যা পেরিয়ে পদ্মা সেতু বিশ্বে নতুন গৌরব অর্জন করেছে বলে মত সাংবাদিক নেতাদের।
স্বপ্নের এই সেতুর অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নকে বেগবান করবেন বলে মনে করছেন গণমাধ্যম নেতারা।