দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আশুলিয়ায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারী আশরাফুল ইসলাম জিতুর গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে নিহত শিক্ষকের সহকর্মীসহ ছাত্র-ছাত্রীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ৬দফা দাবি জানান। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ার দেন। সকালে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে স্যানেটারি মিস্ত্রীকে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলার ঘোড়াধাপ বাজারে এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, খোরশেদ আলম, নিহতের স্ত্রী শম্পা খাতুনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি ও গেজেট করার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নাগেশ্বরী উপজেলা শহরের মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলার কয়েক’শ বীর মুক্তিযোদ্ধা। পরে উপজেলার পরিষদ চত্ত¡রে সংবাদ সম্মেলনের পর জামুকা বিলুপ্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
সাতক্ষীরার যুগিপোতার হত্যা প্রচেষ্টা মামলার চিহ্নিত আসামী ইব্রাহিম, হাফিজুল, সাইদুল ও সাদেকসহ তাদের সন্ত্রাসী বাহিনীর গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।