সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা নির্ধারণ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার থেকে এই দর কার্যকর হবে।
এদিকে, দেশের বাজারে ভোজ্যতেলের দাম আরো কমতে পারে বলে আভাস দিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমায়, দেশের বাজারেও সমন্বয় করা হচ্ছে। সচিবালয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা–ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলনের বিষয় জানাতে সংবাদ সম্মেলন করে মন্ত্রণালয়। এসময় বাণিজ্য সচিব আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ভোজ্য তেলের দাম নিয়ে আরো সুখবর আসতে পারে। এ নিয়ে হিসাব নিকাশ করা হচ্ছে। ভোজ্যতেল পরিশোধন কারখানা এবং বিপণন সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে দাম পুনঃনির্ধারণ করা হবে বলেও জানান তপন কান্তি ঘোষ।