নানা আয়োজনে পদ্মা সেতু উদ্বোধনের দিনটি স্মরণীয় করে রেখেছেন রাজধানীবাসী
- আপডেট সময় : ০৭:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
নানা আয়োজনে পদ্মা সেতু উদ্বোধনের দিনটি স্মরণীয় করে রেখেছেন রাজধানীবাসী। রাস্তার মোড়ে মোড়ে প্রজেক্টরে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। কেক কেটে, মিষ্টি বিতরণ করেন অনেকে। তারা বলছেন, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার প্রতীক পদ্মা সেতু। স্বাধীনতার পরে এটাকে দেশের বড় অর্জন বলে জানান কেউ কেউ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ–ডিএমপি এ উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য রেলি বের করে।
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। তাইতো রাজধানীর বিভিন্ন এলাকায় প্রজেক্টরের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রজেক্টের সামনে বসে, উপভোগ করেণ সরাসরি প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান।
নগরবাসী জানান, এই শুভক্ষনকে স্মরণীয় করে রাখতে, তাদের এই প্রচেষ্টা।
অনেকে আবার উদ্বোধনী কেক কেটে দিনটিকে স্মরণীয় করার চেষ্টা চালান। তারা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্ব দরবারে বাংলাদেশের সক্ষমতার বড় প্রমাণ।
এদিকে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি বর্ণাঢ্য আনন্দ রেলির আয়োজন করে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী আনন্দের অংশীদার হতেই তাদের এই আয়োজন।
রেলিটি ডিএমপির সদর দফতরর থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।





















