উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
নদ-নদীর পানি হ্রাস পাওয়ায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নীচু এলাকার ঘর-বাড়ি থেকে পুরোপুরি পানি নেমে না যাওয়ায় দুর্ভোগে কমেনি বন্যা কবলিত মানুষের। এখনও স্বাভাবিক হয়নি বন্যার্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা।
গেল ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে আরও ৩৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫ এবং কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ৩২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বগুড়ায় সারিয়াকান্দিতে যমুনার পানি আরো কমেছে। গেল ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি কমে বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা কবলিতরা এখনো ঘরে ফিরতে পারেনি।