দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত হয়েছেন, আমন্ত্রিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সাংবাদিক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার অতিথিরা।
এর আগে ভোর থেকেই মাদারীপুরে জড়ো হন দক্ষিণাঞ্চলের ২১ জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তের লক্ষাধিক মানুষ। এর আগে সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও সিলমোহর প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এরপর টোল প্রদান করে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করেন। দ্বীতিয় ফলক উন্মোচনের পর দুপুরে মাদারীপুরের শিবচরের কাঁঠাল বাড়িতে অনুষ্ঠেয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।