চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে কৃষিকে আধুনিকায়ন করা হচ্ছে : বেনজীর আলম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে কৃষিকে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বেনজীর আলম।
রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইন্সটিটিউটে মিলনায়তনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের ওপর সংবাদকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে তিনি আরও বলেন, কৃষিকে লাভজনক অবস্থানে নিতে হবে। দেশের কৃষিকে এগিয়ে নিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতির নানা দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক ড. শাহ কামাল খান। অধিদপ্তরের পরিচালক হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দীলিপ কুমার অধিকারী, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, এসএটিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল ও বিটিভির দেওয়ান সিরাজ বক্তব্য রাখেন। টেলিভিশন ও সংবাদপত্রের শতাধিক সাংবাদিক কর্মশালায় অংশ নেন।

























