লন্ডনের ক্যামডেন কাউন্সিলের নবনির্বাচিত ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলরদের সংবর্ধনা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:১৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
 - / ১৬০৮ বার পড়া হয়েছে
 
লন্ডনের ক্যামডেন কাউন্সিলের নবনির্বাচিত ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলরদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ইউকে। ক্যামডেনের স্থানীয় একটি হলে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতসহ নবনির্বাচিত কাউন্সিলরদের ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহীন আহমদ চৌধুরী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জাহিদুল ইসলামসহ অন্যারা। বিদেশের মূলধারার রাজনীতির সঙ্গে আরো ব্রিটিশ বাংলাদেশিদের সম্পৃক্ত করতে বিশেষ ভূমিকা নেয়ার জন্য কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন সদস্যরা ।পরে সাংস্কৃতিক পরিবেশনা করা হয় ।
																			
																		














