ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে নিজ দেশের নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়

- আপডেট সময় : ০৯:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে নিজ দেশের নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্টিফেন জাবিয়েলস্কি নামে ওই মার্কিন নাগরিক গত ১৫ মে যুদ্ধে নিহত হন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রচারিত হয়।
গত শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ এক বিবৃতিতে জানিয়েছেন, ইউক্রেনে চলমান সংঘাতে ৬৪টি দেশ থেকে আসা ভাড়াটে যোদ্ধা ও সামরিক বিশেষজ্ঞরা যুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় দুই হাজার বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছেন। এতে আরও বলা হয়, উত্তর আমেরিকা মহাদেশ থেকে ভাড়াটে যোদ্ধা প্রেরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, সেভেরোদনেৎস্কর শহরতলি মেটিওলকিন দখল করেছে রুশ সেনারা। পূর্ব ইউক্রেনের এই শহর শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। সেভেরোদনেৎস্কের মেয়র সেরহি হারদাই জানিয়েছেন, শিল্পাঞ্চলের বড় অংশ এখন রুশ সেনার দখলে। তবে এখনো অ্যাজট রাসায়নিক কারখানা ইউক্রেনের সেনার হাতে আছে।