পদ্মা সেতু মানুষের ভাগ্য বদলানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে : টিপু মুনশি

- আপডেট সময় : ০৮:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
পদ্মা সেতু মানুষের ভাগ্য বদলানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় পদ্মা সেতুকে দেশের অর্থনীতির করিডোর হিসেবে দেখার পরামর্শ দিয়ে বেসরকারি খাতগুলোকে এগিয়ে আসার আহবান জানান বিশিষ্টজনরা।
পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে ‘জাতীয় অর্থনীতিতে পদ্মাসেতুর গুরুত্ব’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটি।
আলোচনায় অংশ নিয়ে দেশের অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্ব তুলে ধরেন বিশিষ্টজনরা। তারা বলেন, সেতুর দুই পাশে টুরিজমসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোন গড়ে উঠবে ।
বানিজ্যমন্ত্রী বলেন, পদ্মাসেতু দেশের অর্থনীতির গতি ফেরাবে, একই সাথে ইতিবাচক প্রভাব ফেলবে সার্বিক উন্নয়নেও।
পদ্মাসেতুর এই কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেশের ১৭ কোটি মানুষের বলেও মন্তব্য করেন বিশিষ্টজনরা।