করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৩ জনে। শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮৭৪ জন। গত ২৮ ফেব্রুয়ারির পর এটিই দৈনিক শনাক্তের দিক থেকে সর্বোচ্চ।দেশে শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন। চার মাসেরও বেশি সময় অর্থাৎ ১৭ ফেব্রুয়ারির পর দৈনিক শনাক্তের হার ছাড়িয়েছে ১১ শতাংশ। গতকাল একজনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয় ৮৭৩ জন। শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। এর আগে গত রোববার এ হার ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ।



















