আজ থেকে সারাদেশে রাত ৮টার পর দোকানপাট ও বিপনী বিতান বন্ধ থাকবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে সারাদেশে রাত আটটার পর সব দোকান, বিপনী বিতান ও মার্কেট বন্ধ থাকবে। অমান্য করলে জরিমানা করা হবে।
সচিবালয়ে এ নিয়ে অংশীজনদের সাথে বৈঠক হয়েছে। এ নির্দেশ বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে থাকবে। নির্দেশ অমান্য করলে গুণতে হবে ২৫ হাজার টাকা জরিমানা। তবে, নির্দেশের আওতামুক্ত থাকবে সব জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। স্বাস্থ্যকেন্দ্র, কাঁচা বাজার, গণমাধ্যম, ফুয়েল স্টেশন, ক্লাব, হোটেল-রেস্তোরাঁ, খাবার দোকান, সিনেমা-থিয়েটার হলসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিষ্ঠান খোলা থাকবে। এদিকে, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, আগামী ঈদুল আজহা সময় ছাড় দেয়া হলে সরকারের এ সিদ্ধান্ত মানতে প্রস্তুত তারা।