সম্প্রচার স্বত্বের নিলাম করতে যাচ্ছে আইসিসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
আইপিএলের ফর্মুলায় আইসিসির সম্প্রচার স্বত্বের নিলাম করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এই মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে নিলাম প্রক্রিয়া।
প্রথমবারের মতো অঞ্চলভেদে দরপত্র আহ্বান করছে আইসিসি। এর শুরুটা হবে ভারতকে দিয়ে। আইসিসির এবারের সম্প্রচারস্বত্ব বিক্রির প্রক্রিয়ায় থাকছে নতুনত্ব। প্রথমবারের মতো পুরুষ ও নারী ক্রিকেটের স্বত্ব বিক্রি হবে আলাদাভাবে। এছাড়া টিভি এবং ডিজিটাল স্বত্ব পৃথক এবং একসঙ্গে কেনার সুযোগ পাবে আগ্রহীরা। সেজন্য তিনটি প্যাকেজ তৈরি করেছে আইসিসি। আট বছরে মোট ৭১১ ম্যাচের জন্য সম্প্রচারস্বত্ব বিক্রি করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মাঝে সিনিয়র সব আইসিসি টুর্নামেন্টগুলোর সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও অন্তর্ভুক্ত রয়েছে।

























