বন্যা পরিস্থিতির জন্য নদীর নাব্য সংকট দায়ি : নৌ প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৯:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
বন্যা পরিস্থিতির জন্য নদীর নাব্য সংকটকে দায়ি করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খননের জন্য আরও চার গুণ বেশি অর্থায়ন প্রয়োজন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘দূষণে বিপর্যস্ত ঢাকার নদ-নদী: সমস্যা ও সমাধান’ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। আর নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানান নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘দূষণে বিপর্যস্ত ঢাকার নদ-নদী: সমস্যা ও সমাধান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় নদী রক্ষা কমিশন।
এতে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে নদী-নালা, খাল-বিলকে রক্ষা করতে হবে।
স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে আনতে শুধু নদী রক্ষা নয়, সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান।
অনুষ্ঠানে, নদী রক্ষা ও পানি দূষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।