বাবা.. ভালোবাসা-স্নেহ-আদরে ভরিয়ে দেয়া এক নাম

- আপডেট সময় : ০৮:৩২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
বাবা.. ভালোবাসা-স্নেহ-আদরে ভরিয়ে দেয়া এক নাম। বাবা মানে নির্ভরতা, বাবার আদর্শ, মূল্যবোধ, চিন্তাচেতনা সন্তানের ওপর দারুণ প্রভাব ফেলে। তার হাত ধরেই সন্তানের চলতে শেখা। এ শিক্ষার পাঠ সন্তানকে শিশুকাল থেকেই দিতে শুরু করেন বাবা। সন্তানের মঙ্গলার্থেই বাবার সারা জীবন ব্যয় হয়। আজ বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার প্রতি বছর দিবসটি পালিত হয়ে থাকে।
বাবা মানে বটবৃক্ষের ছায়া। বাবা মানে নির্ভরতা। সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরকালের।সন্তানের কাছে বাবা কখনও বন্ধুর মতো আবার কখনো পথপ্রদর্শক। সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর ডাক বাবা। সন্তানের মুখ থেকে বাবা শব্দটি যখন বেরিয়ে আসে তখন বাবার দুঃখ-কষ্টগুলো হারিয়ে যায় নিমেষেই।
ভাষা ভেদে শব্দ ও উচ্চারণ বদলালেও ইংরেজিতে যিনি ‘ফাদার’, বাংলায় তিনি ‘বাবা’। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। তারপরও একটা দিন বাবার জন্য রাখতে চায় সবাই।
বাবা দিবসের প্রচলন বিংশ শতাব্দীর শুরু থেকেই। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের বাবা দিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। ১৯৯৬ সালে বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করে মর্কিনীরা। সেই থেকে বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের অন্যতম দিন বাবা দিবস।