দেশের বন্যা কবলিত মানুষের জন্য সরকার ভাসমান চিকিৎসা কেন্দ্র তৈরীর কথা ভাবছে : স্বাস্থ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৮:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
দেশের বন্যা কবলিত মানুষের জন্য সরকার ভাসমান চিকিৎসা কেন্দ্র তৈরীর কথা ভাবছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীতে এক অনুষ্ঠান এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, সিলেটের বানভাসি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ২’শ মেডিকেল টিম গঠন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকার চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান জাহিদ মালেক।
স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট। পানিবন্দী লাখ লাখ মানুষ। সুপেয় পানির অভাব, চিকিৎসা সামগ্রীর অভাব, সবমিলিয়ে দেখা দিয়েছে মানবিক সংকট।
এমন পরিস্থিতিতে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, বন্যা কবলিতদের জন্য ভাসমনা চিকিৎসা কেন্দ্র তৈরীর কথা ভাবছে সরকার।
কেন্দ্রীয় মনিটরিং সেলের মাধ্যমে বানভাসি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান তিনি।
চিকিৎসকদের ছুটি বাতিলসহ সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় ৪ হাজার মেডিক্যাল টিম গঠন করা হচ্ছে বলেও জানান জাহিদ মালেক।