বৈরি আবহাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত

- আপডেট সময় : ০৪:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও শেরপুরে বজ্রপাতে ৮ জন নিহত হয়েছে।
ময়মনসিংহে বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। দুপুরে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গাংগাইল গ্রামে ফুটবল খেলার সময় বজ্রপাতে তিন কিশোর নিহত হয়। নান্দাইল থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুরে গাংগাইল গ্রামের মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাত হয়। এতে তিণ কিশোরের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে, বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার দড়িকুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামে আরো দুই জেলে মারা মারা যান।
সিরাজগঞ্জে পৃথক আলাদা স্থানে বজ্রপাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর এক সিকিউরিটি গার্ডসহ দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দু’জন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
শেরপুরের নকলার কায়দা এলাকা বজ্রপাতে শওকত আলী নামে কায়দা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়কের মৃত্যু হয়েছে।