বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের অনুরোধে কাজ করছে সেনাবাহিনী

- আপডেট সময় : ০২:৩২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশে নদনদীর পানি বাড়তে শুরু করেছে। ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের অনুরোধে কাজ করছে সেনাবাহিনী। লালমনিরহাটের প্রধান দুই নদীর পানি বইছে বিপদসীমার উপরে।
বন্যায় সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকা প্লাবিত হয়েছে। সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ গত রাত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পানিবন্দী উলিপুর, ফুলবাড়ী, চিলমারী, রাজারহাট উপজেলার অন্তত: ৪০ হাজার মানুষ। ভেঙ্গে পড়েছে চর এলাকার যোগাযোগ ব্যবস্থা। ঘর-বাড়ি তলিয়ে থাকায় উঁচু মাচা ও নৌকায় দিন পার করছেন বাসিন্দারা।
লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুত তলিয়ে যাচ্ছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল।ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নদী পাড়ের মানুষ।
গেলো ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বেড়েছে আরও ৩৮ সেন্টিমিটার। তলিয়ে গেছে জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের আবাদী জমি। এনায়েতপুর ও চৌহালীতে বেড়েছে ভাঙ্গনের মাত্রা।