দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের জন্যে বিএনপিকে দায়ী করেছেন ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের জন্যে বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। এদিকে, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়ায় ইসিকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাম্প্রদায়িক ইস্যূতে দেশকে অস্থিতিশীল করতে একটা মহল পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আলাদা অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা।
জাতীয় ফল মেলা উপলক্ষে ফার্মগেট কেআইবি মিলনায়তনে সেমিনারের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সেমিনারে তিনি বলেন, সাম্প্রদায়িক ইস্যুতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে একটি মহল পায়তারা করছে।
সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বার্ষিক প্রকাশনা’র ‘মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় কমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, দেশের সুষ্ঠু নিবাচনী ব্যবস্থাকে ধ্বংসের জন্যে বিএনপিকে দায়ী করেন।