চীনের তাংসান শহরে রেস্টুরেন্টে নারীর ওপর নৃশংস হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
চীনের তাংসান শহরে একটি রেস্টুরেন্টে নারীর ওপর নৃশংস হামলা চালিয়েছে একদল পুরুষ। সোশ্যাল মিডিয়ায় সেই হামলার ভিডিও ভাইরাল হলে নয়জনকে আটক করেছে পুলিশ।
কথা কাটাকাটির এক পর্যায়ে ওই নারীর গায়ে হাত তোলেন অভিযুক্ত ব্যক্তি। তার সঙ্গীরাও এতে যোগ দেয়। মেঝেতে ফেলে পেটায় এবং রেস্টুরেন্টের বাইরে টেনে-হিঁচড়ে নিয়ে লাঞ্ছিত করা হয় তাকে। তার সঙ্গে খেতে বসা অন্য নারীদেরও মারধর করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আহত হন আরও দুজন। তাংসান পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ৯ জনকে গ্রেপ্তার করেছে তারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি দেখানো হয়েছে সম্প্রচার মাধ্যমগুলোতেও। চীনের রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশনে বলা হয়েছে, অভিযুক্তরা এর আগেও সাজা ভোগ করেছেন।





















