পশ্চিমবঙ্গের এক ধর্মীয় মেলায় পদদলিত হয়ে তিন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হুগলির তীরে এক ধর্মীয় মেলায় পদদলিত হয়ে তিন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন।
ব্যারাকপুরের পুলিশ কমিশনার জানিয়েছেন, করোনার কারণে দুই বছর পর এবার পানিহাটির মহোৎসবতলা ঘাটে ‘দই–চিড়া মেলা’ নামের ওই উৎসবের আয়োজন করা হয়। তীব্র গরম এবং প্রচণ্ড ভিরের কারণে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। পরে, পুলিশ ওই এলাকা খালি করে দিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মৃত প্রত্যেকের পরিবারকে সব ধরণের সহায়তা দেয়ার নিশ্চয়তা দিয়েছেন তিনি।