ভোটার তালিকা হালনাগাদের দ্বিতীয় ধাপ শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের দ্বিতীয় ধাপে ১৪০ উপজেলার বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ আজ থেকে শুরু করছে নির্বাচন কমিশন। এই কার্যক্রম চলবে অক্টোবর পর্যন্ত।
ইসি জানায়, দ্বিতীয় ধাপে রাজধানীর উত্তরা, মতিঝিল ও রমনা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। পরে পর্যায়ক্রমে ছবি তোলা ও ভোটার নিবন্ধন করা হবে। বাকিগুলো সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসার স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করবেন। কর্মকর্তারা জানায়, এর আগে গত ২০ মে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি। প্রথম ধাপেও ১৪০ উপজেলায় কর্মসূচি হাতে নেয়া হয়। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট চার ধাপে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।