বহু প্রতীক্ষার পর চালু হচ্ছে দোলনচাঁপা এক্সপ্রেস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
বহু প্রতীক্ষার পর চালু হচ্ছে পঞ্চগড়-সান্তাহার রুটে উত্তরাঞ্চলের জনপ্রিয় আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস। এতে স্বস্তির পাশাপাশি খুশির আমেজ ছড়িয়ে পড়েছে পঞ্চগড়বাসীর মাঝে।
দুপুরে পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। একই সঙ্গে তিনি উদ্বোধন করেন স্টেশনের নবনির্মিত পার্কিং এরিয়া, এপ্রোচ রোড এবং দৃষ্টিনন্দন গেট। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের টিকিটের কালোবাজারি ঠেকাতে ‘টিকিট যার, ভ্রমণ তার’ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে আমরা শতভাগ রেলের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করবো। তাহলে কালোবাজারির আর সুযোগ থাকবে না। বলেন, ভারসাম্যমূলক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে সরকার।

























