দেশে ৭৫ আর ওয়ান ইলেভেনের পরাজিত শক্তি এখনো সক্রিয় : মন্তব্য চট্টগ্রাম আ’লীগ নেতাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
দেশকে অস্থিতিশীল করতে ৭৫ আর ওয়ান ইলেভেনের পরাজিত শক্তি এখনো সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনায় এ কথা বলেন বক্তারা। সকালে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নগরীর থিয়েটার ইনস্টিটিউট ও চট্টগ্রাম প্রেসক্লাবের হলরুমে আলাদাভাবে এই কর্মসুচি পালন করে। বক্তারা আরো বলেন, নানাভাবে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু জনগন এ বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে। চট্টগ্রামের বিএম ডিপোসহ বিভিন্ন স্থানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এর পেছনেও কোন ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানান শাসকদলের নেতারা। মহানগর আওয়ামী লীগের কর্মসুচীতে দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির বক্তব্য রাখেন।