মধ্যরাতে হঠাৎ অসুস্থ বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

- আপডেট সময় : ০১:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শুক্রবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগের জটিলতার জন্য তাকে সিসিইউতে রাখা হয়েছে।
দুপুরে হাসপাতালের সামনে, অপেক্ষমান সাংবাদিকদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
হঠাৎ মধ্যরাতে শ্বাসকষ্ট দেখা দেয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বিলম্ব না করে ব্যাক্তিগত গাড়িতেই গুলশানের বাসা থেকে তাকে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে। গতরাত সোয়া ৩টার দিকে হাসপাতালে ভর্তির পর স্থানান্তর করা হয় সিসিইউতে ।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন হার্টের সমস্যার কারণে শ্বাসকষ্টের জটিলতার সৃষ্টি হয় খালেদা জিয়ার।
মির্জা ফখরুল আরো বলেন, অধিকতর পরীক্ষা-নিরিক্ষার পর মূল সমস্যা জানা যাবে, এখন তার অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসায় পুনরায় মেডিকেল বোর্ড গঠন করা হবে বলেও জানান তিনি।
দুই শর্তে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।