সীতাকুণ্ডের কনটেইনার ডিপো থেকে আরও দুই জনের মরেদহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
সীতাকুণ্ডের কনটেইনার ডিপো থেকে আরও দুই জনের মরেদহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মরদেহ দু’টি উদ্ধারের পর রাত সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালে আনা হয়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ডিপোতে আগুন নেভানোর পর কনটেইনার সরাতেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থায় পাওয়া যায় মরেদহ দুটি। ঘটনাস্থলে আরও মরদেহ আছে কিনা, সেজন্য কাজ চলছে।

























