২০২৩ এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার মাঠে নামবে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
২০২৩ এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে লাল-সবুজ দলের প্রতিপক্ষ বাহরাইন। মালেশিয়ার বুকিত জলিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া তিনটায়।
৪২ বছর পর এশিয়া কাপে খেলার মিশনে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ১৯৮০ সালে এশিয়া কাপের মূলপর্বে অংশ নিয়েছিলো লাল সবুজ প্রতিনিধিরা। সাম্প্রতিক ফর্ম সুখকর নয় বাংলাদেশের। এ বছর এখনো জয়ের দেখা পাইনি বাংলাদেশ দল। নিজেদের শেষ ম্যাচ ড্র করেছে ইন্দোনেশিয়ার বিপক্ষে। অন্যদিকে এশিয়াকাপের শেষ পাঁচ আসরেই অংশগ্রহন করেছে বাহরাইন। সাম্প্রতিক ফর্মও দারুন মধ্যপ্রাচ্যের দেশটির। নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে তারা। এর আগে একবার বাহরাইনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ১৯৭৯ সালের প্রেসেডেন্ট কাপের ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে।