ভারতে বন্যার প্রভাবে জামালপুরে যমুনা পানি বেড়ে তীব্র ভাঙন
- আপডেট সময় : ০৪:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
টানা ভারী বর্ষণ আর ভারতের আসাম ও মেঘালয়ে বন্যার প্রভাবে পানি বাড়ছে যমুনা নদীতে। সেই সঙ্গে নতুন করে ভাঙনের তীব্রতা বাড়ায় জামালপুরের মাদারগঞ্জের চর পাকেরদহ ইউনিয়নের কয়েক’শ একর জমি, স্থাপনা, স্কুলসহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, সমীক্ষা প্রকল্পের মাধ্যমে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হবে।
টানা বৃষ্টিপাতের আর ভারতের উজানের পানিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা চরপাকেরদহ ইউনিয়নের যমুনা নদীর বাম তীরে প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। ভাঙ্গণের ফলে পাকরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রায় ১শ’ একর জমি, ঈদ গা মাঠ, দুটি আশ্রয় কেন্দ্র যমুনা, ৩ শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
যমুনা নদীর সমিক্ষা প্রকল্পের আওয়াতায় ভাঙন প্রতিরোধে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড জামালপুরের নির্বাহী প্রকৌশলী।
দেওয়ানগঞ্জ থেকে সরিষাবাড়ি মোট ৪টি উপজেলার যমুনা নদীর বামতীর সংরক্ষণে ৯০ কিলোমিটার বাঁধ নির্মাণের কথা থাকলেও বর্তমানে মোট ২২ কিলোমিটার নদীর বাঁধের কাজ শেষ হয়েছে। বাকী ৬ কিলোমিটার বাঁধের কাজ চলছে।










