স্বজনদের আহাজারিতে ভারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
																
								
							
                                - আপডেট সময় : ০৩:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
 - / ১৮৮২ বার পড়া হয়েছে
 
স্বজনদের আহাজারিতে ভারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় চমেকের ইমারর্জেন্সি থেকে বার্ন ইউনিট, সার্জারিসহ অন্যান্য ইউনিটগুলোতে ভর্তি হয়েছে শতাধিক আহত ও দগ্ধ রোগী।
হতাহতদের ঘিরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। স্বজনদের খোঁজে ভিড় করছেন অনেকে। ভিড়ে চিকিৎকসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। রবিবার ভোর থেকে চমেকের প্রত্যেকটি ওয়ার্ডে একের পর এক মৃত্যু হচ্ছে অগ্নিদগ্ধদের। বার্ন ইউনিট থেকে একে একে বের হচ্ছে মৃতদেহ। প্রিয়জনের পোড়া মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। সর্বশেষ তথ্য মতে, সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উদ্ধার করতে গিয়ে মারা যান ফায়ার সার্ভিসের ১০ কর্মী। মৃত ২৪ জন শনাক্ত ও ২২ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন দেড়’শরও বেশি।
																			
																		














